স্টাফ রিপোর্টার ॥
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন শুনানি নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বিরুদ্ধে সময়ক্ষেপনের অভিযোগ এনেছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য, খালেদা জিয়ার কারাবরণকে দীর্ঘায়িত করার জন্য অযথা সময়ক্ষেপণ করার চেষ্টা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে শুনানি করতে না পেরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরি সভাপতির কক্ষের সামেন দাড়িয়ে এমন অভিযোগ করেন খন্দকার মাহবুব।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চে খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য কার্যতালিকার ৫ ও ৬ নম্বর ক্রমিকে ছিল। সে অনুযায়ী বেলা সাড়ে ১১টার দিকে মামলাটি শুনানির জন্য ওঠলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দুপুর ২টা পর্যন্ত সময় চান। সে অনুযায়ী আদালত শুনানির জন্য দুপুর ২টার পর সময় নির্ধারণ করেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়ার নাম এজাহারে ছিল না। পরবর্তীতে তার নাম ৭৭ জন আসামির মধ্যে ৫১ নম্বরে এসেছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। তারপরও ফৌজদারী কার্যবিধিতে ৪৯৭ ধারায় বলা হয়েছে, আসামির মৃত্যুদ- বা যাবজ্জীবন কারাদ- হতে পারে এমন হলেও মহিলা বা অসুস্থ হলে তাকে জামিন দেয়া যায়। এইক্ষেত্রে বেগম খালেদা জিয়াকে জামিন না দেয়ার আইনগত বিধান নেই। তাই আশা করি আমরা জামিন পাবো।