বিনোদন ডেস্ক ॥
আদ্যন্ত ফিল্মি পরিবারের মেয়ে হয়েও তিনি অভিনয় থেকে চিরকাল নিজেকে দূরেই রেখেছেন। অভিনয়ে এলেন তিনি। এলেন বাবার সঙ্গে।
তিনি শ্বেতা নন্দা। বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে একটি অ্যাড ফিল্মে অভিনয় করবেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই শুটিংয়ের ছবি।
এর আগে ‘কফি উইথ করণ’ বা ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মতো শো-এ অনস্ক্রিন দেখা গিয়েছেন বাবা-মেয়েকে। জিবি বিজয়ের পরিচালনায় এই প্রথম একটি কর্মাশিয়ালের জন্য কাজ করছেন অমিতাভ-শ্বেতা।
সালোয়ার-কুর্তার আটপৌরে লুকে শ্বেতা। টিপ, ঘাড়খোঁপা তাঁর চেহারায় আলাদা মেজাজ যোগ করেছে। শ্বেতাকে এমন সাজে খুব একটা দেখা যায় না। সেই তুলনায় অমিতাভ অনেকটা চেনা। মাফলার, চশমায় ফুটে উঠেছে মধ্যবিত্ত গড়ন।
এই দুই তারকাকে দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। সব কিছু ঠিক থাকলে আগামী জুলাই নাগাদ টিভিতে দেখা যাবে এই বিজ্ঞাপন। সূত্র: আনন্দবাজার