বাংলাভূমি ডেস্ক ॥
যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি থেকে সরে আসতে একমত হয়েছে। বিষয়টি দুটি দেশের মধ্যে রীতিমত বাণিজ্য যুদ্ধে রুপ নিয়েছিল। এ নিয়ে দুটি দেশেই ভয়াবহ অর্থনৈতিক পরিণতি দেখা দিতে পারত। মার্কিন ট্রেজারি সেক্রেটারি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চীনের ওপর যেসব শুল্ক আরোপের পরিকল্পনা করছিলেন তা স্থগিত করা হবে। একই সঙ্গে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি পূরণে আরো মার্কিন পণ্য কিনবে দেশটি। উভয় দেশ একমত হয়েছে তারা পরস্পরের সঙ্গে বাণিজ্য যুদ্ধে লিপ্ত হবে না। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে দুটি দেশের শীর্ষ পর্যায়ের এক প্রতিনিধিদলের মধ্যে বৈঠকে এ সিদ্ধান্তের মধ্যে দিয়ে গত একমাস ধরে চলা উত্তেজনার প্রশমন হল। চীনের পক্ষে দেশটির ভাইস-প্রিমিয়ার লিউ হি বলেন, আমরা উভয় দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছি। তবে এজন্যে সময়ের প্রয়োজন কারণ শুল্ক কাঠামোগত পরিবর্তনে তা লাগবে।
এর আগে ওয়াশিংটনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় বেইজিং আরো অধিক পরিমাণ মার্কিন পণ্য কিনতে সম্মত হয়েছে। চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি এত বিশাল হয়ে দাঁড়ায় তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তাকে বিঘ্নিত করছিল বলে প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে মন্তব্য করেছিলেন। এরপর ট্রাম্প চীনা পণ্যের ওপর ৫০ বিলিয়ন ডলারের নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। একই ধরনের উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বিলিয়ন ডলারের বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় চীন। গত বছর চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলার। আগামী ২০২০ সালের মধ্যে ওয়াশিংটন এ ঘাটতি ২০০ বিলিয়নে নামিয়ে আনতে চায়।