কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিনাপ্রতি দ্বন্দ্বিতার ফাঁদে এবার তারা সরকারকে ফেলতে পারবে না। বিএনপি নির্বাচনে না আসলেও অন্যান্য দলগুলো নির্বাচন করতে প্রস্তুত প্রয়োজনে তাদেরকে নিয়ে আগামী নির্বাচন অংশগ্রহণ মূলক হবে। হেরে গেলেই বিএনপি নির্বাচন প্রত্যাখান করে। কারচুপি, সুষ্ঠ নির্বাচন এসব ভাংগা রেকর্ড তারা বাজায়। তারা না আসলেও নির্বাচন হবে।
তিনি গতকাল শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় সাসেক প্রজেক্টের কন্ট্রাক্টসরস কার্যালয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট নিরসনকল্পে করণীয় বিষয়ে সড়ক বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ঈদের ৩ দিন আগে থেকে মহাসড়কে সব রকমের ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলাচল নিষেধ থাকবে। তবে পচনশীল দ্রব্য, গার্মেন্টস ও ঔষধ বহনকারী যানবাহন এই নির্দেশনার বাইরে থাকবে। আগামী ৮ তারিখের মধ্যে রাস্তার সব ধরনের মেরামতের কাজ শেষ করে সেটি সচল রাখার দায়িত্ব ইঞ্জিনিয়ারদের দেয়া হয়েছে। চন্দ্রার চার লেন তৈরির কাজও জুনের ৮ তারিখের মধ্যে শেষ হবে। এর আগে মন্ত্রী ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় চারলেনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, সাসেক প্রজেক্টের প্রকল্প পরিচালক মোঃ ইসহাক এবং সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।