বেনাপোল প্রতিনিধি ॥
বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ৬ লাখ ভারতীয় রুপিসহ আব্দুস ছামাদ নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আব্দুস ছামাদ পাচারকারী বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বুধবার (১৬ মে) সকাল ১০ টার দিকে বেনাপোল-গাতিপাড়া সড়কের পাশ থেকে তাকে আটক করে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-গাতিপাড়া সড়কের অভিযান চালিয়ে ছয় লাখ ভারতীয় রুপিসহ পাচারকারী আব্দুস ছামাদকে আটক করা হয়। রুপিগুলো তিনি সীমান্ত পথে ভারত থেকে নিয়ে আসছিল।
বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের হাবিলদার আবু রায়হান জানান, তার বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।
সূত্র :