স্টাফ রিপোর্টার ॥
এলডিপির সভাপতি কর্ণেল (অব.) অলি আহমেদ (বীর বিক্রম) বলেছেন, ২ কোটি টাকা আত্মসাৎ হয়নি, মানুষকে ভুল বুঝানো হয়েছে। বর্তমান সরকারের বক্তব্যের আদর্শ ঠিক নেই, তিনি মানুষকে ভুল বুঝাচ্ছেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদি ছাত্র সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় কর্ণেল অলি আহম্মেদ বলেন, বেগম জিয়ার রায় লিখার পূর্বেই রায় দেয়া হয়েছে। আমরা ন্যায় শাসন প্রতিষ্ঠাতা চাই। বর্তমান সরকারের ওপরও যদি মিথ্যা মামলা করা হয়ে থাকে তাহলেও আমরা তার প্রতিবাদ করবো।