গাজীপুরে দোকান কর্মচারীকে শায়েস্তা করতে মিথ্যা চুরির মামলা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর শহরের রাজবাড়ী ঢালে ফুলের দোকানের কর্মচারীকে শায়েস্তা করতে মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেছে দোকান কর্মচারীর পরিবার। বিষয়টি খতিয়ে দেখার জন্য গাজীপুর পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টিকামনা করছেন ওই পরিবার। জয়দেবপুর থানার মামলা নং {৩০(২)১৮}
ঘটনার বিবরণে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের মোঃ মোবারক হোসেনের ছেলে আমির হামজা বেশ কিছুদিন যাবদ একই উপজেলার বলধা গ্রামের মৃত মেজবাহ উদ্দিনের ছেলে কামরুজ্জামান রাকিবের রাজবাড়ী ঢালে গাজীপুর গার্ডেন নামক ফুলের দোকানে মাসিক দেড় হাজার টাকা বেতনে চাকুরি করছে। এর পূর্বে অন্যত্রে মাসিক তিন হাজার টাকা বেতনে চাকুরি করলেও সেখান থেকে ফুসলিয়ে মোটা অংকের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে আমিরকে রাজি করিয়ে চাকুরি দেয় ফুল দোকানদার। কিন্তু শুরুতে চাকুরি দিয়ে কৌশলে কয়েক মাসের বেতন বকেয়া রেখে তাকে দেড় হাজার টাকা বেতন দেয় ওই কর্মচারীকে। এভাবে কর্মচারীর সাথে প্রতারণা শুরু হয়। এভাবে বিভিন্ন ছলাকলা করে দুই বছর চাকুরি করায় ওই দোকানে। চলতি বছর তার বেতন না বাড়ালে চাকুরি ছেড়ে দেয় আমির। গত জানুয়ারিতে জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় অন্য দোকানে চাকুরি নেয় আমির। এতে ক্ষিপ্ত হয়ে রাকিব ওই দোকানে গিয়ে আমিরকে একবার মারপিট করে আবার রাকিবের দোকানের সামনে দিয়ে আমির গত ১৯ জানুয়ারি বাড়িতে যাওয়ার পথে রাত ১১টায় তাকে মারপিটের উদ্দেশ্যে আটক করে। আটকের দু’ঘন্টা পর অন্যান্য লোকজনের সহায়তায় আমির রক্ষা পায় এবং প্রচার দিচ্ছে রাকিবের দোকানে চাকুরি না করলে তাকে হাত-পা ভেঙ্গে হাসপাতালে পাঠাবে। এমন পরিস্থিতিতে রাকিবের রোষানল থেকে রক্ষার জন্য আমির আশ্রয় নেয় গাজীপুর ক্লাবের সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিনের। কাজী আলিম উদ্দিন বুদ্দিন গত ২০ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় ফুলের দোকানীকে ডেকে বিষয়টি নিষ্পত্তি করেদেন। কিন্তু না; রাকিব তার মনের ঝাল মিটাটে না পেরে পরদিন রবিবার দিবাগত রাতে দোকানে চুরির নাটক সাজায়। ওই মামলায় আমির ও মহিন নামে দু’জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে।
উল্লেখ্য যে, চুরির ঘটনার রাতে আমির ও মহিন শিমুলতলী সমরাস্ত্রকারখানার ভিতরে গলফমাঠে কাজ করেছে।
এ মার্কেটের দোকানী মজিবুর রহমান বলেন, দোকানে তালাভাঙ্গা নেই, তালায় ঘষামাজা নেই। দোকান মালিক বলছেন চুরি! এসপি অফিসের সামনে এমন ঘটনা বিরল!
এ বিষয়ে মার্কেট কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন মার্কেটের নিরাপক্ষাকর্মীর উদ্বৃতি দিয়ে বলেন, ওইদিন ভোর ছয়টা পর্যন্ত দোকানে তালাবদ্ধ ছিল। অথচ সকাল সাতটায় দোকান মালিক দোকানে এসে আশপাশের লোকজনদের বলছেন- দোকানের তালা খুলাছিল। এ চুরির ঘটনা সত্যি খুব রহস্যজনক।
এবিষয়ে কাজী আলিম উদ্দিন বুদ্দিন এ প্রতিবেদককে বলেন, এ চুরির ঘটনা নাটকীয়। কম বেতনে চাকুরি করাতে না পেরে ক্ষোভের বহিঃপ্রকাশ।
এ মামলার জয়দেবপুর থানার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম (২) বলেন, মামলাটি তদন্ত চলছে। সঠিক-বেঠিক আপাতত বলা যাচ্ছে না।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫