আন্তর্জাতিক ডেস্ক ॥
ফিলিস্তিনের গাজায় অন্তত ১৮টি সামরিক অবস্থানে ইসরায়েল হামলা চালিয়েছে। এ হামলাটি গাজা উপত্যকায় বিস্ফোরণে চারজন ইসরায়েলি সেনা আহত হওয়ার মাত্র একদিন পরেই ঘটল।
রবিবার ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, তারা সকালের দিকে গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন ‘হামাস’এর অন্তত ছয়টি সামরিক অবস্থানে হামলা চালায়। এরপর হামাস ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় পাল্টা রকেট হামলা করলে জরুরি সতর্কতা ঘন্টা বেজে ওঠে। যদিও প্রথম ঘন্টাটি ভুলবশত বেজেছিল দাবী করেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, শনিবার বিস্ফোরণের ঘটনাটি ২০১৪ সালে গাজা যুদ্ধের পর ইসরায়েলি সেনাদের জন্য সবচেয়ে বেশি আহত হওয়ার ঘটনা। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র জানায়, গত শুক্রবারেই সীমানার কাছে এই বোমাগুলো পুঁতে রাখা হয়েছিল। ফিলিস্তিনি কর্মকর্তারা জানায়, গত শুক্রবার হামাসের প্রশিক্ষণ শিবিরে ইসরায়েলি সেনারা পর পর দুটি বিমান হামলা চালায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করে তারা।
উল্লেখ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত শনিবারের বিস্ফোরণের ঘটনাটিকে ভয়াবহ অ্যাখ্যা দিয়ে কঠিন জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে এর আগের দিন হামাসের প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালানো নিয়ে ইসরায়েল কোন মন্তব্য করতে রাজি হয়নি। বিবিসি