বাংলাভূমি ডেস্ক ॥
২৫ শে আগস্টের পর মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আশা রোহিঙ্গার সংখ্যা ৬,২৪,০০০ ছাড়িয়ে গেছে। সোমবার এ পরিসংখ্যান দিয়েছে জাতিসংঘের মানবাধিকার সমন্বয় সংস্থা। এ খবর দিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া। বলা হয়েছে, গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৪৩০ জন বাস্তুচ্যুত রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে আশ্রয় নিয়েছে। আগের চেয়ে গত সপ্তাহের এই গড় তুলনামূলক কম। মিয়ানমারের উত্তর রাখাইনে ভয়াবহ নিপীড়ন চালিয়েছে সে দেশের সেনাবাহিনী।
এর ফলে লাখ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। সেনাবাহিনীর নির্যাতন এতোটাই ভয়াবহ ছিলো যে, অনেক সাঁতার না জানা রোহিঙ্গা পানির গ্যালনে ভর দিয়ে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করেন। পালিয়ে আসা রোহিঙ্গাদের মুখ থেকে শোনা যাচ্ছে ভয়াবহ অত্যাচার, নিধন যজ্ঞের বিবরণ। সম্প্রতি বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি সম্পর্কে জাতিসংঘের মুখপাত্র স্টেফানি ডুজাররিক বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেবার সময় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে, মিয়ানমারে ফিরে তারা যেন নিরাপদে, স্বসম্মানে এবং সুরক্ষিত অবস্থায় বসবাস করতে পারে। উল্লেখ্য, বৌদ্ধপ্রধান মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়া হয় না।