স্টাফ রিপোর্টার ॥
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ এবং প্রতিবেশীদের সাথে দৃঢ় অবস্থানে বিশ্বাসী। আমরা এও বিশ্বাস করি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও উদ্যোগ প্রতিবেশীদেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি ও দ্বি-পাক্ষিক সমস্যা সমাধানে সহায়তা করবে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজারে আন্তর্জাতিক সমুদ্র মহড়া উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ বিশ্বের কাছে প্রতিবেশীদের সাথে সমুদ্র সীমা নির্ধারণে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আন্তর্জাতিক অঙ্গন, বিভিন্ন অঞ্চল এবং বিশ্বের বিভিন্ন ফোরাম ও প্রতিষ্ঠানে বাংলাদেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। গত দুই দশক ধরে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সর্বোচ্চ পরিমাণে সেনা পাঠিয়েছে, যারা শান্তি রক্ষায় কাজ করছে। বিশ্ব শান্তি রক্ষায় এটি আমাদের দৃঢ় প্রতিশ্রুতির পরিচয়।