স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ২২ দিন ব্যাপি জেল হত্যা দিবসের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর বিকাল ৫টায় উপজেলা শহরে প্রয়াত নেতা খালেদ খুররম এর বাসার সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ কন্যা সিমিন হোসেন রিমি এমপি, আওয়ামীলীগ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামলীগ সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু এবং বঙ্গতাজ এর হত্যা একই সূত্রে গাঁথা। খুনিরা মুক্তিযুদ্ধের ইতিহাস মোছে ফেলতে চেয়েছিলো। কিন্তু ইতিহাস কখনো মোছা যায়না। তাজউদ্দীন আবেগ দিয়ে কোনো কাজ করতেন না। তিনি ছিলেন দূরদর্শী নেতা। তাই নয় মাসে এ দেশ স্বাধীন করেছিলো। সিমিন হোসেন রিমি বলেন, জাতীয় চার নেতাকে হত্যার পর স্বাধীনতা বিরোধী চক্ররা জানাযা পড়তে নিষেধ করেছিলো। জনতার চাপে জানাযায় হয়েছে। এমনকি দোয়া ও মিলাদ পড়তে নিষেধ করেছে। ইকবাল হোসেন সবুজ বলেন, কাপাসিয়ার উর্বর মাটির সন্তান মুক্তিযোদ্ধের সময় নেতৃত্ব দিয়ে দ্রৃত সময়ে দেশ স্বাধীন করেছে। তাই আজ আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করছি। বাংলাদেশ আজ উন্নয়নের রুল মডেল। বঙ্গবন্ধুর পরিবার সততার মূর্ত প্রতিক হিসেবে বিশে^ খ্যাতি অর্জন করেছে। অপরদিকে জিয়ার পরিবার দুর্নীতির জন্য চ্যাম্পিয়ন।