আন্তর্জাতিক ডেস্ক ॥
গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকার পরিস্থিতির অবনতির জন্য তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের বরাদ্দকৃত অর্থ তহবিল বন্ধের ঘোষণা দিয়েছে ইউরোপীয়ান দেশগুলোর শক্তিশালী জোটটি।
শনিবার এক বিবৃতির মাধ্যমে ২০১৮ সালের বরাদ্দকৃত ১২৪ মিলিয়ন ডলার এবং অতিরিক্ত ৭০ মিলিয়ন ডলার বন্ধের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তুরস্কের ৪.৪৫ বিলিয়ন ইউরো পাওয়ার কথা ছিল ইউরোপীয় ইউনিয়ন থেকে।
ইউরোপীয়ান পার্লামেন্টের বিবৃতি অনুযায়ী তুরস্ককে তাদের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে সতর্ক করার ইউরোপীয়ান সংসদ এই সিদ্ধান্ত নেয়।
এদিকে তুরস্ক সরকার তাদের বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেন। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপ পার্টির ডেপুটি চেয়ারপারসন রাভযা কাভাক্সি কান বলেন, ‘ই.ইউ এবং ইউরোপীয়ান পার্লামেন্টের বেশ কয়েকটি দেশ আমাদের বিরুদ্ধে অন্যায় আচরণ করেছে। আমরা ই.ইউ এর কাছ থেকে এমন অভিযোগ মেনে নিব না।’
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমরা সতর্কভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি। এমনকি ইউরোপীয়ান সংসদের তুর্কির বিষয়ে কোনো বলার এখতিয়ার না থাকা সত্তেও তারাও এই বিষয়ে হস্তক্ষেপ করছে।’
তহবিল বন্ধের এ ঘোষণার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের সাথে তুরস্কের রাজনৈতিক ও আদর্শগত দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছলো বলে বিশেষজ্ঞরা মনে করছেন। গত সেপ্টেম্বরে জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মারকেল তুরস্ককে ইউরোপীয়ান ইউনিয়নের সদস্য করা উচিত নয় বলেও মন্তব্য করেন। এর প্রেক্ষিতে তুরস্ক-জার্মান সম্পর্ক তিক্ত হয়ে উঠে। আল-জাজিরা