আন্তর্জাতিক ডেস্ক ॥
রোববার শত চেষ্টার পরও হারিয়ে যাওয়া আর্জেন্টাইন সাবমেরিনের কোন খোঁজ মেলেনি। ৪৪ জন ক্রু নিয়ে চলতি মাসের ১৫ তারিখ সাবমেরিনটি নিখোঁজ হয়। রোববার স্যাটেলাইট কল ব্যবহার করে অনুসন্ধান চালানোর পরও শেষ পর্যন্ত কোন সুফল পাওয়া যায়নি।
প্রতিরক্ষা মন্ত্রনালয় থেকে বলা হয়, ‘এআরএ সান জুয়ান’ সাবমেরিনটিকে ৭বার স্যাটেলাইট কল দেওয়া হলেও সবগুলোই ব্যর্থ হয়। বুধবার নিখোঁজ হওয়ার আগে সাবমেরিনের শেষ অবস্থান ছিলো আর্জেন্টিনা উপকূল থেকে ৪৩২ কিলোমিটার দূরে।
স্যাটেলাইট কলের মাধ্যমে সাবমেরিনের অনুসন্ধানকালে গণমাধ্যমকে নেভির একজন সদস্য জানান, ‘আমরা সংকেতগুলো বিশ্লেষন করছি, তবে সেগুলো বেশ দূর্বল।’
অনুসন্ধান কার্যে আর্জেন্টিনার সঙ্গে একত্রে কাজ করেছে মার্কিন স্যাটেলাইট সংস্থা ইরিডিয়াম কমিউনিকেশন ইন্ক (আইআরডিএম.ও) । তারাও কোন আশার আলো দেখাতে পারছে না। আইআরডিএম.ও ছাড়াও ব্রিটেন, চিলি, ব্রাজিলের অনেক জাহাজ ও বিমান এই অনুসন্ধান কাজে সাহায্য করছে।
তবে এখনো আশাহত হয়নি আর্জেন্টিনাবাসী। সামাজিক মাধ্যমগুলোতে সাবমেরিনের ছবি দিয়ে আশাব্যঞ্জক পোস্ট শেয়ার করছে সাধারণ মানুষ। এছাড়া রোববার আর্জেন্টাইন বংশোদ্ভুত পোপ ফ্রান্সিসও নিখোঁজ সাবমেরিন ও ৪৪জন ক্রু’দের জন্য প্রার্থনা করেন। রয়টার্স