আন্তর্জাতিক ডেস্ক ॥
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমানবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে যদি কোন ‘অবৈধ’ আদেশ দেন তবে তা মানবেন না মার্কিন জেনারেল।
বিমান বাহিনীর জেনারেল ও ‘ইউএস স্ট্রেটেজিক কমান্ড’ এর কমান্ডার জন হাইতেন কানাডার নোভা স্কোটিয়ায় অনুষ্ঠিত ‘হ্যালিফেক্স ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোরাম’এ একথা বলেন।
প্রেসিডেন্ট তাকে এ আদেশ দিলে তিনি কি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় অনেকে আমাদেরকে বোকা ভাবে, কিন্তু আমরা বোকা নই। আমরা পারমানবিক অস্ত্র সম্পর্কে বুঝি এবং আমরা জানি কোনটি করা উচিত আর কোনটি উচিত নয়।’
‘ইউএস স্ট্রেটেজিক কমান্ড এর কমান্ডার হিসেবে বলতে চাই, প্রেসিডেন্ট যদি আমাকে কোন অবৈধ আদেশ দেন তবে আমি তাকে বলব, মি. প্রেসিডেন্ট এটা অবৈধ। কোনটি বৈধ সেটি আমি তাকে বিশ্লেষন করব। পরিস্থিতি প্রতিকূলে থাকলে পরবর্তীতে আমরা একে অপরের সাথে আলোচনা করব। অবশেষে, কি করে এটি অনুকূলে নিয়ে আসা যায় সে বিষয়ে একটি চুড়ান্ত সিদ্ধান্তে পৌছাব।’
এর আগে ট্রাম্প উত্তর কোরিয়ার উদ্দেশ্যে বলেছিলেন, ‘উত্তর কোরিয়া যদি যুক্তরাষ্ট্রকে কোন রকমের হুমকি দেয় তবে ২৬ মিলিয়ন মানুষসহ পুরো দেশটিকে আমরা ধ্বংস করে দিব।’ রয়টার্স