স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: যারা ইতিহাস বিকৃতিকারী তারাই বড় গলায় কথা বলে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মওলানা ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্যথায় জনগণ রাস্তায় নামবে। জনগণের সাথে তখন বিএনপি থাকবে।
মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ কেদ্রীয় নেতারা বক্তব্য রাখছিলেন।