বাংলাভূমি ডেস্ক ॥
চট্টগ্রাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বাধীনভাবে নির্বাচন কমিশন পরিচালনা করবে জানিয়ে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, শেখ হাসিনার সরকার নির্বাচনকালীন প্রস্তুতির তিন মাস দায়িত্বে থাকলেও নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।
রোববার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাউথ কনটেইনার ইয়ার্ড উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য এমএ লতিফ, ইসরাফিল আলম ও কাস্টমস কমিশনার ড. এএকেএম নুরুজ্জামান।
বিএনপির সমালোচনা করে নৌমন্ত্রী বলেন, বিএনপি কী চায় সেটা দলটিও জানে না। কখনো তত্ত্বাবধায়ক সরকার চায়, কখনো নির্বাচনকালীন সরকার চায়।
বিএনপির হাত রক্তে রঞ্জিত উল্লেখ করে মন্ত্রী দলটির সঙ্গে আওয়ামী লীগের আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করে দেন।