স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা বাজার এলাকায় আগুনে দু’টি দোকান পুড়ে গেছে।
বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার জসিম উদ্দিন খাঁন জানান, উলুখোলা বাজারে নুরুল আমিনের মালিকানাধীন মুদি ও সুতার দোকানে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। আগুনে দোকান ও মালামাল পুড়ে আনুমানিক দুই লাখ টাকা ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।