বিনোদন ডেস্ক ॥
ঢাকাই ছবির তারকা দম্পত্তি অন্তত জলিল ও বর্ষা দ্বিতীয় বারের মতো সন্তানের বাবা-মা হয়েছেন।
গত ২৩ অক্টোবর থাইল্যান্ডের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে পুত্র সন্তানের জন্ম হয় বর্ষার গর্ভ থেকে। বর্তমানে ছেলে ও মা (বর্ষা) সুস্থ আছেন এমনটাই জানা গেছে।
রবিবার (১২ নভেম্বর) আকিকা দিয়ে অন্তত ও বর্ষার ছেলের নাম রাখা হয়েছে আবরার ইবনে জলিল। এরইমধ্যে অন্তত জলিলের দ্বিতীয় সন্তান নিয়ে বাংলা চলচ্চিত্রের কুইন খ্যাত জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস তার ফেসবুকে তিনটি ছবি পোস্ট করে লিখেছেন, “অনেক অনেক দোয়া ‘আবরার ইবনে জলিল’ তোমার জন্য। বাবা-মায়ের যোগ্য সন্তান হয়ে তাদের স্বপ্ন পূরণ করো। মানুষের ভালবাসায় বেঁচে থাকো হাজার বছর।”
বাংলাদেশের কিং খান খ্যাত অভিনেতা শাকিব খানের স্ত্রী অপু বিশ্বাস। অবশ্য বেশ কিছুদিন আগে বিভিন্ন জটিলতার মধ্যদিয়ে শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ের খবর প্রকাশ হয়। এ সময় এই জুটির শিশু সন্তান আব্রাহামের কথা দেশের সকল মানুষ জানতে পারে।