বাংলাভূমি ডেস্ক ॥
২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আগামীকাল বুধবার বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জনান, আগামীকাল বুধবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে জোটের নেতাদের সঙ্গে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে গত জুলাই মাসে সর্বশেষ জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন খালেদা জিয়া।
গত ১৮ অক্টোবর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর ২৩ অক্টোবর দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশে গত রোববার ভাষণ দেন খালেদা জিয়া।
সূত্র: এনটিভি