আন্তর্জাতিক ডেস্ক ॥
সম্প্রতি সম্পন্ন হওয়া যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বেশ কয়েকটি দেশের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। ব্রিটেনের সাধারন নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য রাশিয়াকে দোষারোপ করে সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন ব্রেক্সিটের পর ইউরোপকে রক্ষার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পালন করবে তার সরকার।
ব্রিটিশ নির্বাচনে হস্তক্ষেপ সহ ড্যানিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, জার্মান সংসদ এবং রাষ্ট্রীয় প্রচার মাধ্যম হ্যাক করে মিথ্যা গুজব ও ফটোশপ করা ছবি প্রচার করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেন থেরেসা মে। প্রধানমন্ত্রী বলেন, রুশ অপপ্রচারের শিকার হওয়া রাষ্ট্রগুলোকে সহায়তা দেবে ব্রিটেন।
লন্ডনের গিল্ডহলে এক বক্তৃতায় মে বলেন, ‘ইউরোপের নিরাপত্তা বজায় রাখতে যুক্তরাজ্য নিঃশর্তভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আহ্বান করা নতুন অর্থনৈতিক জোট মুক্ত অর্থনীতি এবং সমাজ রক্ষায় আমাদের অঙ্গীকারগুলোকে সমর্থন দেবে বলে আমি আশাবাদী।’
ভবিষ্যতে ব্যবসায়িক এবং অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে নিজেদের প্রতিরক্ষা সম্পদ ইউরোপীয় ইউনিয়নকে প্রদান করে ব্রেক্সিট আলোচনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়েছে ব্রিটিশ সরকার। বিবিসি