আন্তর্জাতিক ডেস্ক ॥
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ ভ্রমণ নিষেধাজ্ঞাকে আংশিকভাবে স্বীকৃতি দিলো ক্যালিফোর্নিয়া আদালত। সোমবার আদালত থেকে বলা হয়, বর্তমান সরকার চাইলে ৬টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করতে পারবে।
চলতি বছরের সেপ্টেম্বরে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় পরিবর্তন আনা হয়। এরপর এই সপ্তাহে তিন সদস্যের বিচারক প্যানেল ট্রাম্প প্রশাসনের এই আপিল আংশিক মঞ্জুর করে।
আদালতের রায় কার্যকর হবে ইরান, লিবিয়া , সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া ও চাদের উপর। এই ৬টি দেশের কারো সঙ্গে যদি আগে থেকে যুক্তরাষ্ট্রের কোন সম্পর্ক না থাকে তবে তার প্রবেশ এই সরকার আটকাতে পারবে। কিন্তু যদি কোন দিক থেকে এই ৬ দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোন সম্পর্ক থাকে, যেমন: পারিবারিক, দাপ্তরিক বা লেখাপড়া কেন্দ্রিক তবে সে প্রবেশে বাঁধা দেবে না ট্রাম্প প্রশাসন।
ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পর্কে বিচার বিভাগের মুখপাত্র লরেন এরসাম বলেন, ‘আমরা আদালতের আদেশ পর্যালোচনা করছি ও সরকারের আপিল আংশিক বিবেচনায় আনা হয়েছে।’ রয়টার্স