স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার মহানগরীর বড় দেওড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ার হোসেন (৪২) এরশাদ নগর এলাকার নয়ন মল্লিকের ছেলে।
টঙ্গী থানার এসআই সিদ্দিকুর রহমান জানান, দেলোয়ার পাঁচ দিন আগে ফজিলত বেগমের বাড়িতে বাসা ভাড়া নেন। সোমবার সকালে সন্দেহ হলে লোকজন থানায় খবর দেন।
পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে ঘরের তালা ভেঙে তার লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের শরীরের মাথা ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
দুর্বৃত্তরা তাকে হত্যা করে বাইরে থেকে তালা বন্ধ করে পালিয়ে গেছে বলে ধারণা করছেন এসআই সিদ্দিকুর।