বাংলাভূমি ডেস্ক ॥
পাচারের সময় উদ্ধার হওয়া বাঘ ও সিংহের ছানাগুলোর শেষ পর্যন্ত জায়গা হচ্ছে গাজীপুরের সাফারি পার্কে। ইতোমেধ্যে ছানাগুলোকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে।
গতকাল সোমবার সকালে সাড়ে ১০টার দিকে যশোর শহরের চাঁচড়া চেকপোস্টে একটি প্রাডো গাড়ি থেকে বাঘ ও সিংহের চারটি ছানা উদ্ধার করেন চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই সৈয়দ বায়েজিদ। একইসঙ্গে আটক করা হয় দুই যুবককে। এরপর ছানাগুলো উদ্ধার হওয়ার পর প্রাণী চারটি দুপুরে যশোর জেলা প্রাণিবিভাগে হস্তান্তর করা হয় এবং ওইদিন রাতেই গাজীপুর সাফারি পার্কের উদ্দেশে পাঠানো হয়। প্রাথমিকভাবে ওই চারটি প্রাণীর বাজার মূল্য চার কোটি টাকা নির্ধারণ করেছে পুলিশ।
এদিকে, এগুলো উদ্ধারের ঘটনায় যশোর কোতোয়ালি থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এসআই জামাল উদ্দিন পাচারকারী ২ জনের বিরুদ্ধে মামলা করে গতকাল সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। এদের মধ্যে একজন হলেন, বগুড়ার আদমদিঘি উপজেলার বশিকড়া চকপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে কামরুজ্জামান বাবু (৩২) এবং নরসিংদির পলাশ উপজেলার বকুলনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রানা ভুইয়া (২৮)।
বন কর্মকর্তারা জানিয়েছেন, লেপার্ড ক্যাট (বাঘজাতীয় প্রাণী) বাংলাদেশে বিরল। সিলেট অঞ্চলে মাঝে মধ্যে দেখা যায় এটি। কিন্তু সিংহ যেহেতু বাংলাদেশে পাওয়া যায় না, সেক্ষেত্রে এর ছানাদুটি কোথা থেকে কিভাবে সংগ্রহ হয়েছে বিষয়টি পুলিশের তদন্তের পর জানা যাবে।
সূত্র: বাংলা ট্রিবিউন