স্পোর্টস ডেস্ক ॥
চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) পঞ্চম আসর। এবারের আসরকে সামনে রেখে দল সাজাতে গিয়ে ভক্তদের একের পর এক চোখ ধাঁধানো চমক উপহার দিচ্ছে টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন দল ডাকা ডায়নামাইটস। বিগত আসরের মতো দল সাজানো নিয়ে কার্পণ্য নেই ফ্র্যাঞ্চাইজিটির। যার প্রমাণ মিলছে একের পর এক বিদেশী তারকা ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে।
ইতোমধ্যে, বিপিএলের পঞ্চম আসরকে সামনে রেখে আট-আটজন বিদেশি তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে ঢাকার দলটি। অষ্টম বিদেশী ক্রিকেটার হিসেবে আসন্ন আসরের শিরোপা জয়ের অন্যতম দাবীদার দলটি বেঁছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের তরুণ অলরাউন্ডার রোভম্যান পাওয়েলকে।
জ্যামাইকায় জন্ম নেওয়া ২৩ বছর বয়সী রোভম্যান এরই মধ্যে খেলেছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে। তাছাড়া তাঁর অভিজ্ঞতা রয়েছে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে খেলারও। আন্তর্জাতিক অভিষেকের পর অনেকেই তরুণ প্রতিভাবান এই ক্রিকেটারের মধ্যে তারকাখ্যাতি পাওয়ার ছাঁয়া আবিষ্কার করেছেন। অনেকের মতে, রোভম্যান পাওয়েল হচ্ছেন ওয়েস্ট-ইন্ডিজের দ্বিতীয় আন্দ্রে রাসেল।
রোভম্যান পাওয়েল মূলত একজন ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার। এখন পর্যন্ত, ৬ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে তিনি রান করেছে যথাক্রমে ৯৪ ও ৭। বিপরীতে উইকেট শিকার করেছেন একটি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনো নিজেকে মেলে ধরতে না পারলেও নিজের দিন সবকিছুকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা তাঁর মধ্যে বিদ্যমান।
প্রসঙ্গত, রোভম্যান পাওয়েল হচ্ছে ঢাকা ডায়নামাইটসের এবারের আসরের জন্য অষ্টম বিদেশী ক্রিকেটার। এর আগে যে সাত বিদেশী ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে তাঁরা হলেন, কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, শেন ওয়াটসন, সুনীল নারাইন, মোহাম্মদ আমির, ইভেন লুইস এবং অশেলা গুনারতেœ।