বিনোদন ডেস্ক ॥
বলিউড লাভার বয় সালমান খানের বাড়িতে ঈদের দিন ঈদের আনন্দ উদযাপনে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হাজির ছিলেন একাধিক বলিউড সুন্দরী।ঈদের আনন্দকে আরও রঙিন করতে সালমান খানের বাড়িতে আসে সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন, প্রীতি জিনতাসহ আরও বিটাউন সুন্দরীরা।এসময় সাল্লু মিয়ার ‘জুড়ওয়া’ ছবির সিক্যুয়েলের অভিনেতা বরুণ ধাওয়ানও ঈদের পার্টিতে দেখা যায়।
সল্লু পরিবারের ঈদের পার্টিতে আপ্যায়ন করা হয় মায়ের রান্না খানদানি বিরিয়ানি, সঙ্গে ছিলো ‘শিউ কুরমা’।
গণমাধ্যম থেকে জানা যায়, বলিউডের সুলতানের বাড়ির বিরিয়ানির জন্য প্রতিবারের মতো এবারও অপেক্ষা করে ছিলেন বলিউডের বাদশা। সালমানের নতুন প্রেমিকা ইউলিয়া ভানতুর অতিথি আপ্যায়নের দায়িত্ব সুন্দরভাবে পালন করেন।
আরো উপস্থিত ছিলেন আরবাজ খানের সাবেক পতœী মালাইকা অরোরা ও তার বোন অমৃতা। এ ছাড়া সালমান খানের ভাইবোনসহ আরও আত্মীয়-পরিজন এই খুশির সন্ধ্যায় মিলিত হন।