বাংলাভূমি ডেস্ক ॥
চালু হতে না হতেই বিভিন্ন জায়গায় দখল হয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ চারলেন মহাসড়ক। মহাসড়কের গাজীপুর থেকে ময়মনসিংহ শহর পর্যন্ত প্রায় অর্ধশত স্থানে স্থায়ীভাবে বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড ও বাজার বসায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মহাসড়ক দ্রুত দখল মুক্ত করতে না পারলে আসন্ন ঈদে তীব্র যানজট ও ভোগান্তির আশংকা করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
সড়ক বিভাগ ও পুলিশ প্রশাসন জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে শিগগিরই মহাসড়কের অবৈধ দখল উচ্ছেদ করা হবে।
ঢাকা-ময়মনসিংহ চারলেন মহাসড়ক দখল করে গাজীপুর থেকে ময়মনসিংহ শহরের চরপাড়া পর্যন্ত প্রায় অর্ধশত স্থানে স্থায়ীভাবে গড়ে উঠেছে বাস-ট্রাক, রেন্ট-এ-কার, সিএনজি অটো রিকশা, লেগুনা ও পিকআপ স্ট্যান্ড। বাজার আর ভাসমান দোকানপাটও রয়েছে অনেক স্থানে। মহাসড়ক অবৈধ দখলের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ঘটছে দুর্ঘটনাও। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় দখল বাণিজ্য চললেও কোনো ব্যবস্থা নিচ্ছেনা প্রশাসন।
বাস চালকেরা জানায়, ‘রাস্তায় বাজার আর ভাসমান দোকানের কারণে বারবার গাড়ি ব্রেক করতে হয়। আর বাস-ট্রাক, রেন্ট-এ-কার, সিএনজি অটো রিকশা, লেগুনা ও পিকআপ স্ট্যান্ড করে রাস্তার অর্ধেক জায়গা দখল করে রাখে। আর এর জন্য তো জ্যাম হবে।’
এলাকাবাসীর অভিযোগ, ‘যারা এগুলো করছে তারা সবাই সরকারি দলের ছত্রছায়া।’
যান চলাচল স্বাভাবিক রাখতে এবং ঈদে মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত মহাসড়ক দখলমুক্ত করার দাবি জানিয়েছেন ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি মহাসচিব মো. মাহবুবুর রহমান।
সড়ক বিভাগ ও পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে শিগগিরই মহাসড়কের অবৈধ দখল উচ্ছেদ করা হবে।
ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান বলেন, ‘ঈদের আগে মহাসড়কের অবৈধ দখল উচ্ছেদ করা হবে। যেন ঈদে ঘরমুখো মানুষের যাত্রায় কোনো সমস্যা সৃষ্টি না হয়।’
ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের বাধা অপসরণ করবো। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব সময় তৎপর থাকবে।’
ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল উপজেলা সদরে মহাসড়ক সবচেয়ে বেশি দখল হয়েছে।
সূত্র : সময় টিভি