প্রধানমন্ত্রীর কথা নিয়ে ইউনূস সেন্টারের জবাব

বাংলাভূমি ডেস্ক ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ ব্যাংকের পদ ধরে রাখা, আয়কর না দেওয়া, পদ হারানোর পর ক্ষোভ থেকে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন আটকানো, হিলারি ক্লিনটনকে দিয়ে ফোন করানোর যে কথা বলে আসছেন মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, তার জবাব এসেছে ইউনূস সেন্টারের পক্ষ থেকে।

সুইডেনের স্টকহোমে সাম্প্রতিক সফরে প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার ইউনূস সেন্টারের পক্ষ থেকে এই জবাব আসে।

এসব অভিযোগ প্রত্যাখ্যান করে ইউনূস সেন্টার বলেছে, ‘এই অসত্য অভিযোগগুলো এর আগেও তোলা হয়েছে এবং এগুলোর জবাবও প্রতিবারই দেওয়া হয়েছে। আমরা আবারো এগুলোর জবাব দিচ্ছি।’

নোবেলজয়ী বাংলাদেশি ইউনূসকে বয়সসীমা অতিক্রান্তের কারণ দেখিয়ে ছয় বছর আগে গ্রামীণ ব্যাংকের ব্যব¯’াপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হলে বাংলাদেশে ব্যাংকের সেই পদক্ষেপ চ্যালেঞ্জ করে আদালতে গিয়ে হেরেছিলেন তিনি। আদালতের রায়ের পর ওই পদ ছেড়ে দিলেও তারপর তিনি সরকারের প্রতি ক্ষোভ থেকে নানা পদক্ষেপ নেন বলে শেখ হাসিনার বক্তব্যে নানা সময়ে উঠে আসে।

ব্যক্তিগত সম্পর্ক থেকে ইউনূস যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে দিয়ে ‘থ্রেট’ করিয়েছিলেন বলেও শেখ হাসিনার কথায় আসে। ক্লিনটন ফাউন্ডেশনকে দেওয়া ইউনূসের অনুদানের খবর যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে আসে। শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় এসব অভিযোগ তোলার পর বর্হিদেশের বিষয়ে হিলারি তার পররাষ্ট্রমন্ত্রী পদের প্রভাব খাটিয়েছিলে কি না, তা খতিয়ে দেখতে সম্প্রতি উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের একটি সিনেট কমিটি।

এই বিষয়ে ইউনূস সেন্টারের প্রতিক্রিয়ায় বলা হয়, যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে সিনেটর চাক গ্র্যাসলির চিঠি দেওয়াকে তদন্ত বলা যায় না।

‘এ ধরনের চিঠি মানেই তদন্ত নয়, তদন্ত আরও গভীর একটি প্রক্রিয়া। সিনেটের বিচার বিভাগীয় কমিটিতে সংশ্লিষ্ট বিষয়ে বিতর্কের পর কমিটি তদন্তের সিদ্ধান্ত নিলে তদন্তের বিষয়বস্তুসুনির্দিষ্ট হবার পরই কেবল তদন্ত শুরু হয়।’

তবে এনিয়ে তদন্ত হলে তাকে স্বাগত জানানো হবে জানিয়ে ইউনূস সেন্টার বলেছে, ‘এ ধরনের কোনো তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। বর্তমানে প্রফেসর ইউনূসকে মিথ্যা প্রচারণার লক্ষবস্তুতে পরিণত করা হয়েছে। প্রকৃত সত্য উদ্ঘাটিত হলে মিথ্যার কোনো জায়গা থাকবে না।’

ইউনূস কখনও ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভকে কোনো চাঁদা দেননি দাবি করে বলা হয়েছে, তিনি ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে শুধু বক্তা হিসেবে যোগদান করেছেন এবং এজন্য কোনো ফি নেননি।

হিলারিকে দিয়ে ফোনের অভিযোগ নাকচ করে ইউনূস সেন্টার বলেছে, ‘হিলারি ক্লিনটন প্রধানমন্ত্রীকে ফোন করে থাকলে তা তিনি নিজে থেকেই করেছেন, স্ব-উদ্যোগেই করেছেন।’

পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকে অর্থায়ন আটকানোর অভিযোগের প্রতিক্রিয়ায় ইউনূস সেন্টারের বক্তব্য, ‘তিনি বরাবরই বাংলাদেশের কোটি কোটি মানুষের স্বপ্ন পদ্মা সেতু প্রকল্পের একজন সমর্থক এবং এই স্বপ্নের বাস্তবায়নে তার বাধা হয়ে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না।’

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালে ব্যবস্থাপনা পরিচালকের পদে অধিষ্ঠিত হওয়ার পর পরিচালনা পর্ষদের অনুরোধেই কেবল তিনি পদটিতে থাকছিলেন বলে ইউনূস সেন্টারের দাবি। ‘তিনি যতবারই এই পদ ছেড়ে দিতে চাইছিলেন, প্রতিবারই পরিচালনা পরিষদের সদস্যরা তাকে চলে না যেতে অনুরোধ করছিলেন।’

কর ফাঁকির অভিযোগ নিয়ে ইউনূস সেন্টার বলেছে, ‘প্রফেসর ইউনূসের নিকট কর বিভাগের কোনো কর দাবি নেই বা তার কোনো বকেয়া করও নেই। তার আয় ও কর সংক্রান্ত সব তথ্য কর কর্তৃপক্ষের নিকট রয়েছে। ‘এর মধ্যে সরকার একটি কাজ করেছে, তার আয়কর রিটার্নের কয়েকটি ক্ষেত্রে আয়কর আইনের একটি দীর্ঘদিন ধরে অনুসৃত ব্যাখ্যা থেকে কর কর্তৃপক্ষ আকস্মিকভাবে সরে এসেছে এবং তার ফলে তাকে অতীতে দেওয়া সকল রিটার্নের উপর আবার অতিরিক্ত আয়কর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

‘প্রফেসর ইউনূস আয়কর আইনের এই নতুন ব্যাখ্যার বিরুদ্ধে আদালতে আবেদন করেছেন। বিষয়টি এখন আদালতে বিচারাধীন।’

গ্রামীণ ব্যাংকের অর্থ সরানোর কোনো ঘটনা ঘটলে তা কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক নীরিক্ষায় ধরা পড়ত, বলেছে ইউনূস সেন্টার।

বিশ্বে ইউনূসের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান নেই দাবি করে ইউনূস সেন্টার বলেছে, ‘পৃথিবীর কোথাও কোনো কোম্পানিতে তার কোনো শেয়ার নেই। তিনি ব্যাংকের টাকা আত্মসাৎ করে তার নিজের নামে কোম্পানি তৈরি করেছেন- এই বক্তব্য প্রতিষ্ঠা করতে হলে প্রমাণ প্রয়োজন। এ ধরনের কোনো প্রমাণ হাজির করার কোনো গরজ মাননীয় প্রধানমন্ত্রীর আছে বলে মনে হয় না।’ সূত্র : বিডিনিউজ।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫