বাংলাভূমি ডেস্ক ॥
আবারো ভূমি ধসের শঙ্কায় রাঙ্গামাটি পাহাড়ি জনপদ। প্রতিদিন যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে আকর্ষিক ভূমি ধসে আবারো ব্যাপক প্রাণহানি হতে পারে। দ্রুত কার্যকরি পদক্ষেপ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া না হলে আবারো জটিল পরিস্থির মুখোমুখি হতে হবে পাহাড়িদের এমনই শঙ্কা সাথানীয়দের।
আকাশে মেঘ দেখলেই অজানা আশঙ্কায় ছেয়ে যায় পাহাড়ি জনপদে। ভয়ে, আতঙ্কে ঘর-বাড়ি ছেড়ে মানুষ ছুটে যায় আশ্রয়কেন্দ্রে ।
প্রবল বর্ষণে এবার বিধ্বস্ত ,বিপদগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি । রাঙ্গামাটি থেকেই উদ্ধার করা হয়েছে শতাধিক মৃতদেহ । তাই এখন বৃষ্টি হলেই দিশেহারা হয়ে পড়ে পাহাড়ের বাসিন্দারা।
পরিস্থিতি উত্তরণে নানা পরামর্শ আছে স্থানীয়দের । পাহাড়ি গাছ আর মাটি কাটা বন্ধ করতে হবে বসতি নির্মাণ করতে হবে পরিকল্পিতভাবে । দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় যন্ত্রপাতি রাখতে হবে। গ্রহন করতে হবে কার্যকরি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
কার্যকর পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা জানিয়েছেন প্রশাসন । বলছে খাসজমি না থাকায় উচ্ছেদ আর পুনবার্সন কিছুই সম্ভব হচ্ছে না।
সব কিছুর পরও বৈরি প্রকৃতির কাছে এযেনো মানুষের অসহায় আত্মসমার্পণ।
সূত্র : যমুনা টিভি