বিনোদন ডেস্ক ॥
সজল ভীষণ সহজ সরল স্বভাবের একটা ছেলে। মানুষের বিপদ-আপদে সে সবসময় পাশে দাঁড়ায়। বন্ধুর অনুপস্থিতিতে সে অনেক সময় প্রক্সি দিয়ে টিউশনি করিয়ে দেয়, বাইরের কাজেও সাহায্য করে। এর মধ্যে কোনো একটি কাজের প্রক্সি দিতে গিয়ে উর্মিলার সঙ্গে পরিচয় হয় সজলের। তারপর সেই প্রক্সির জেরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে! এর পরের গল্পটা ভিন্ন।
এমন গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘প্রক্সি’। সৈয়দ ইকবালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রনি।
নাটকটি প্রসঙ্গে উর্মিলা বলেন, ‘নাটকের গল্পের প্লটটা আমার কাছে ভীষণ মজা লেগেছে। আর সজলের সঙ্গে এর আগে বেশকিছু নাটকে কাজ করেছি। সবগুলো কাজই দর্শকপ্রিয়তা পেয়েছে।’ এই লাক্সতারকা আশা করছেন, ‘প্রক্সি’ নাটকটি সবার কাছে ভালো লাগবে।
প্রক্সি নাটকে অন্যান্যের মধ্যে আরও অভিনয় করেছেন মম, মেহজাবিন, ইরফান সাজ্জাদ, আদর, জোভান প্রমূখ।
নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে কিছুদিন আগে। নাটকটি চ্যানেল আইতে প্রচার হওয়ার কথা রয়েছে।