স্টাফ রিপোর্টার ॥
কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) স্বাস্থ্য সহকারীরা ১১-১৬তম গ্রেডের কর্মচারী এবং তাদের দ্বিতীয় শ্রেনীতে উন্নীত করার পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার জাতীয় সংসদে অ্যাডভোকেট মো. রহমত আলীর (গাজীপুর) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। এসময় সংসদের সভাপতিত্বে ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিক মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা প্রসূত একটি অগ্রাধিকার ভিত্তিক কার্যক্রম এবং বর্তমান সরকারের সাফল্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত- যা দেশে বিদেশে নন্দিত। কমিউনিটি ক্লিনিক তার কর্মকান্ডের মাধ্যমে আজ স্বাস্থ্য সেবার অবিচ্ছেদ্য অংশ এবং এটি মুলধারায় সন্নিবেশিত হয়েছে।
কমিউনিটি ক্লিনিক হতে গ্রামীণ জনগণকে মূলত: স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন, পুষ্টি, পরিবার পরিকল্পনা, সীমিত নিরাময়মূলক সেবাসহ জরুরি ও জটিল রোগীদের যথাযথ ব্যবস্থাপনার জন্য উচ্চতর পর্যায়ে রেফার সংক্রান্ত সেবা দেয়া হয়।
তিনি আরও বলেন, প্রতিটি কমিউনিটি ক্লিনিক হতে সেবাদানের জন্য ১জন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) কর্মরত আছে। এছাড়া ১ জন স্বাস্থ্য সহকারি ও ১ জন পরিবার কল্যাণ সহকারি পর্যায়ক্রমে সপ্তাহে ৩ দিন করে সিএইচসিপিদের সেবাদানে সহযোগিতা করছে।