স্টাফ রিপোর্টার ॥
এ বাজেট সাধারণ মানুষের কল্যাণ তো নয়ই বরং বোঝা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ৭টি বিভাগীয় মহানগরের মাসব্যাপী পুস্তক প্রদর্শনীর ঢাকার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শহিদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার নামের একটি সংগঠন।
আয়োজক সংগঠনের সভাপতি ও বিএপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।