আন্তর্জািতিক ডেস্ক ॥
ভারতের জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর হাতে ধরা পড়ল এক হিজবুল মুজাহিদিন জঙ্গি ও ৫ লস্কর অপারেটিভ।
খবরে প্রকাশ, পুলিশের কাছে খবর পৌঁছয় যে উত্তর কাশ্মীরের বান্দিপোরা দিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার কয়েকজন অপারেটিভ গাড়িতে চেপে রওনা দিয়েছে। সঙ্গে সঙ্গে প্রত্যেকটি গাড়ি থামিয়ে তল্লাশি অভিযান চালায় পুলিশ। তখনই খুশারপোরা হাজিন অ্যাক্সিসে ধরা পড়ে ওই পাঁচ জঙ্গি।
পুলিশের দাবি, এর ফলে, ওই এলাকায় একটি জঙ্গি-মডিউলের চক্র ফাঁস করা সম্ভব হয়েছে। ধৃতদের কাছ থেকে ১০টি হ্যান্ড গ্রেনেড, ২টি এক ম্যাগাজিন, ২৭ রাউন্ড গুলি বাজেয়াপ্ত হয়েছে। জেরায় ধৃতেরা কবুল করেছে, তারা লস্করের ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসেবে কাজ করত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, কাজিগন্দের মনিগাম থেকে আরেক নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের এক জঙ্গিকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। জানা গিয়েছে, ওই জঙ্গি পুলওয়ামা জেলার চুরসু অবন্তিপোরার বাসিন্দা। তার হেফাজত থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।