আন্তর্জাতিক ডেস্ক ॥
বৃহস্পতিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লিসহ উত্তর ভারত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। ভোর ৪.২৬ নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল হরিয়ানার রোহতক। কম্পনের কেন্দ্র ছিল মাটির ২২ মিটার গভীরে। আতঙ্কে ঘর, বাড়ি দোকান থেকে বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন ।
তবে কম্পনে কোনও হতাহতের বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি । গুরগাঁও, নয়ডা, ফরিদাবাদে মাঝারি কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সিসমোলজি সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল হরিয়ানার রোহতক। মাটি থেকে প্রায় ২২ কিলোমিটার নীচে এটির উৎসস্থল। খুব একটি শক্তিশালী ছিল না ভূমিকম্প বলে জানানো হয়েছে। তাই কোনও সুনামি সতকর্তা জারি করা হয়নি। দিল্লি ছাড়া বিভিন্ন অঞ্চলে কম্পন টের পাওয়া গিয়েছে। যারা বহুতলে থাকেন তারা ভয়ে নীচে নেমে আসেন।