বিনোদন ডেস্ক ॥
তিনি এখন কেবল নবাব পরিবারের বধূই নন,ওই পরিবারের ছোট নবাবের মা-ও! সন্তান জন্মের আগে বলেছিলেন একমাস পরেই কাজে ফিরবেন, সে অনুযায়ী চেষ্টাও হয়তো করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।
পাঁচমাস বয়সী সন্তান তৈমুরের মা কারিনা কাপুর খান এখন ব্যস্ত নিজেকে প্রস্তুত করা নিয়ে। মা হওয়ার আগে যেমনটা ছিলেন সে আকৃতিতে ফিরে যেতে কঠোর পরিশ্রম করছেন বোম্বে টকিজের এই অভিনেত্রী।
বলিউড পরিচালক শশাঙ্ক ঘোষের আগামী ছবি ‘ভিরে দি ওয়েডিং’ চলচ্চিত্রের জন্য নিজেকে তৈরি করছেন কারিনা।
অতিরিক্ত ওজন কমানোর জন্যে নিয়মিত ব্যায়ামের পাশাপাশি তার খাদ্য তালিকাতেও রয়েছে নানা বিধি নিষেধ!
সম্প্রতি কারিনার কঠোর পরিশ্রমের ভিডিও ও ছবি অনলাইনে ভাইরাল হয়েছে। এসব ছবি ও ভিডিও তার খুব কাছের বন্ধু মডেল ও অভিনেত্রী অমৃতা অরোরা তার ওয়েবসাইটে তুলে ধরেছেন।
ব্যায়ামাগারে কারিনাকে নানা পরামর্শের পাশাপাশি সার্বক্ষণিক সঙ্গ দিচ্ছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, যোগ ব্যায়াম ছাড়াও এই মানিকজোড় ঘাম ঝরাতে ভিন্ন ধরনের কঠোর ও পরিশ্রমী ব্যায়ামে মজেছেন।