জেলা প্রতিনিধি, চট্টগ্রাম ॥
বাংলাদেশ উপকূলের ৫শ কিলোমিটারের মধ্যে সরে আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’। আবহাওয়া অধিদফতর আজ সোমবার চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদসংকেত দেখাতে নির্দেশ দিয়েছে। এ নির্দেশ পাওয়ার পর সকাল থেকে চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙরে পণ্য ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, ৭ নম্বর বিপদসংকেতের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের নিজস্ব সর্তকর্তা সংকেত ‘অ্যালার্ট ৩’ জারি করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে জেটি ও বহির্নোঙরে জাহাজে পণ্য ওঠানো ও জাহাজ থেকে পণ্য খালাসের কাজ বন্ধ রয়েছে। তবে জাহাজ থেকে যেসব পণ্য আগে জেটিতে নামানো হয়েছিল সেগুলো ডেলিভারি দেয়া হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, সকালের মধ্যেই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানকারী মাদার ভেসেল থেকে লাইটার (পণ্যবাহী ছোট জাহাজ) জাহাজে করে পণ্য খালাস করে বন্দরের জেটিতে এবং দেশের অন্যান্য স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
লাইটারগুলোকে উজানের দিকে অবস্থান নিতে বলা হয়েছে। পাশাপাশি বন্দরের সব ভারি যন্ত্রপাতি এবং নিজস্ব জাহাজকে নিরাপদে রাখার কাজ শুরু হয়েছে।