স্টাফ রিপোর্টার ॥
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ গত সাত বছরে যে অন্যায়, জুলুম, অত্যাচার করেছে এবং যে আইনগুলো তৈরি করেছে সেগুলোর পরিবর্তন করার উদ্যোগ গ্রহণ করবে বিএনপি সরকার। বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর পরিবর্তন করা হবে।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনার আয়োজন করে জাতীয়বাদী দল বিএনপি।
মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার কথা বলে ঠিকই কিন্তু তারা নিজেরাই তা মানেনা। এখন ভোট পাওয়ার জন্য হেফাজতের সাথে বন্ধুত্ব করেছে। এসব করে লাভ নেই। অতীতে খেলাফতে মজলিসের সাথে ৫ দফা চুক্তি করেছিল ভোটের জন্য। আজকে ভোট পাওয়ার জন্য যে নাটক, যে বন্ধুত্ব শুরু করেছে এতে বোঝা যায় আওয়ামী লীগ সুবিধাবাধি এবং ফ্যাসিবাদি রাজনৈতিক দল।
বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। অনেক দিন হয়েছে। ভাসমান ভোটাররা সরকার নির্বাচন করে। তারা এক রাজনৈতিক দলকে বেশিদিন ক্ষমতায় রাখতে চায় না। তারা ভোটের অধিকার, স্বাধীনতা ফিরে পেতে চায়। যাতে করে তারা নিজের মনের মত মানুষকে ভোট দিতে পারে। আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি, যে সরকার গুম, খুন, হত্যা, অত্যাচার, নির্যাতন করে সম্পূর্ণ জবাবদিহি অবস্থায় যে সরকার চালিয়ে গেছে এই সরকারের পরিবর্তন অবশ্যই বাংলাদেশে মানুষ দেখতে চায়।
তিনি বলেন, আগামী নির্বাচনে সমস্ত গণতান্ত্রিক শক্তি একত্রিত করে খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হবে এবং তার মাধ্যমে গণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক শক্তি আবার বাংলাদেশে ফিরে আসবে।
মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্ত্বে এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ বক্তব্য রাখেন।