বাংলাভূমি ডেস্ক ॥
জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে ৫ জনকে বের করে আনা হয়েছে। তাদের সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না । তবে আমাদের কাছে খবর ছিল সিলেটের জঙ্গি আস্তানা আতিয়া মহলের জঙ্গিদের সঙ্গে গাবতলীতে থাকা লোকদের সম্পৃক্ততা ছিল বলে জানালেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
রোববার সকাল ১১টায় নরসিংদীর গাবতলীতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মুফতি মাহমুদ বলেন, সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে বের করা আনা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। এর পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। প্রাথমিক ভাবে তারা যে তথ্য দিয়েছে তা যাচাই বাছাই করা হচ্ছে।
তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত বলা সম্ভব হবে। মাত্র দশ মিনিট হয়েছে। এখনই বলা যাচ্ছে না।
র্যাবের এ কর্মকর্তা বলেন, এর আগে অন্যান্য জঙ্গি আস্তানায় অভিযানে নিহতদের পরিবারও একই দাবি করেছিল। পরিবার কখনো বিশ্বাস করতে পারে না যে, তারা জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে।
বাড়ি ভাড়ার বিষয়ে তিনি বলেন, বাড়িটি ভাড়া নেয়ার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। ডকুমেন্ট ছিল। তবে টার্মস অ্যান্ড কন্ডিশনের সঙ্গে এখানের অবস্থা মেলে না। আমরা ভেরিফাই করছি। যারা ভাড়া নিয়েছিল তাদের মধ্যে কয়েকজন নাই, নতুন কয়েকজন যুক্ত হয়েছে।
একটু পেছনের দিকে গেলেই তাদের সম্পৃক্ততা বোঝা যাবে। আমরা একটা রুমের ভেতরে তল্লাশি করেছি। সেটার ভেতরে কোনো অস্ত্র ও বিস্ফোরক পাওয়া যায়নি।
সূত্র : আরটিভি