স্টাফ রিপোর্টার ॥
প্রাধানমন্ত্রী শেখ হাসিনা ভোট ও নির্বাচনকে তালাক দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, খাইরুল কবির খোকনসহ সকল কারাবন্দীদের নিঃশর্ত মুক্তি উপলক্ষে আয়োজিত মানববন্ধ কর্মসূচীতে তিনি আরো বলেন, আওয়ামী লীগ গত পাঁচ-ছয় বছরে যে পরিমাণ দুর্নীতির প্রাসাদ গড়ে তুলেছেন এ অবৈধ সম্পদ রক্ষা করতে প্রধানমন্ত্রী ক্ষমতায় টিকে থাকতে চায়। এ জন্যে বিএনপিকে ধ্বংশ করাই তাদের মূল টার্গেট। জিয়াউর রহমান আওয়ামী লীগকে বাকশাল থেকে মুক্ত করে পুনর্জন্ম দিয়েছেন। সুতরাং জিয়াউর রহমান ষড়যন্ত্রকারী নন, ষড়যন্ত্রকারী হচ্ছে আওয়ামী লীগ।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মো: রহমতুল্লার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা এবিএম মোশারফ হোসেন, আবদুস সালাম আজাদ, শিরিন সুলতানা প্রমুখ।