স্পোর্টস ডেস্ক ॥
বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে আগামী ১৯ মে বাহরাইন আন্তর্জাতিক স্টেডিয়ামে একটি প্রীতী টি-টোয়েন্ট ম্যাচের আয়োজন করা হয়েছে। যেখানে মিসবাহ ফেলকনও ও ইরফান ঈগলস নামের দুই দলে বিভক্ত হয়ে মাঠ মাতাবেন পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, ওয়েস্ট ইন্ডিজসহ ¯’ানীয় বাহরাইনের ক্রিকেটাররা।
বিভিন্ন দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটারদের মেলায় গতবারের মতো এবারের আসরেও বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও মোহাম্মদ শরীফ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সুত্রে জানা গেছে, বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রীতি ম্যাচে খেলতে এরই মধ্যে আশরাফুল ও শরীফকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার ফলে দেশটির জাতীয় দিবসে এবারো কিংবদন্তি ক্রিকেটারদের সাথে মাঠ মাতাতে দেখা যাবে আশরাফুলদের।
উল্লেখ্য, আসন্ন প্রীতি ম্যাচটিতে খেলার ব্যাপারে ইতোমধ্যে টুর্নামেন্ট কতৃপক্ষ নিশ্চিত করেছেন পাকিস্তানের মিসবাহ উল হক, শহীদ আফ্রিদি, সোহেল তানভীর, আব্দুল রাজ্জাক, রানা নাভিদ, ইমরান নাজিরদের পাশাপাশি ভারতের ইরফান পাঠান, শ্রীশান্ত, শ্রীলঙ্কার দিলশান, ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসের নাম।
প্রসঙ্গত, টি-টোয়েন্টি ফরম্যাটের এ ম্যাচে ইরফান ঈগলসের হয়ে মিসবাহ-আফ্রিদীদের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশি দুই তারকা ক্রিকেটার মোহাম্মাদ আশরাফুল ও মোহাম্মদ শরীফ।