স্পোর্টস ডেস্ক ॥
এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ত্রিদেশীয় সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল মাঠে নামবে টাইগার দলপতি মাশরাফি বিন মতুর্জা। নিষেধাজ্ঞার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই ফিরছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
আগামীকাল বুধবার ডাবলিনের ক্লনট্যার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে কিউইদের মুখোমুখি মাশরাফির দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি বৃষ্টি ভাসিয়ে নিয়েছিল। ওই ম্যাচে ৭০ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ বিপর্যয়ে পড়লেও দলকে বড় স্কোরের দিকেই নিয়ে যাচ্ছিলেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। দুজন পঞ্চম উইকেট জুটিতে তুলে ফেলেছিলেন ৮৭ রান, তখনই নামা বৃষ্টি আর একটি বলও মাঠে গড়াতে দেয়নি।
বৃষ্টি বাগড়া দিয়েছিল আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচেও। তবে খেলা শেষ করা গেছে। ২৯০ রান তাড়ায় নেইল ও’ব্রায়েনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছিল আইরিশরা। কিন্তু ২৬ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে স্বাগতিকরা শেষ পর্যন্ত ম্যাচ হারে ৫১ রানে।