বিনোদন ডেস্ক ॥
সানি লিওন। নামটাই যেন ঝড় তুলে দেয় অসংখ্য পুরুষ হৃদয়ে। তবে সে যেন অধরাই। রুপালি পর্দার সোনালি স্বপ্ন। টলি-অভিনেত্রী মিমিও নাকি ঠিক তেমনি হতে চান! কারণ তিনিই নাকি জানিয়েছেন, সানি লিওনের মতো হতে তার নাকি কোন আপত্তি নেই। অর্থাৎ, বোল্ড ফটোশ্যুটে সানির মতোই সাহসী কলকাতা বাংলার এই নায়িকা।
মিমির আত্মবিশ্বাস আর প্রতিভাই তাকে ইন্ডাস্ট্রির প্রথম সারিতে জায়গা করে দিয়েছে, এমন কথা শুধু মিমি নন, তাঁর ভক্তরাও একবাক্যে স্বীকার করবেন। আর তাঁর এই এগিয়ে চলার লড়াইয়ে যখন সামিল বাবা-মা তখন যেন কোনও বাধাই আর বাধা নয় তাঁর কাছে।
চুম্বন দৃশ্য হোক বা কোনো ঘনিষ্ঠ দৃশ্য, রুপালি পর্দায় মিমি সাহসী, অনেকটা সানির মতোই। বেপরোয়া, উদ্দাম। তাই তো তিনি জোর গলায় বলতে পারেন সাহসী চরিত্রে অভিনয়ের অফারে তিনি পিছিয়ে আসবেন না। তাই ছোট-পর্দার ‘পুপে’ ওরফে মিমির অগণিত ভক্তরা তাকে আরও বোল্ড দৃশ্যে যে দেখতে পেতে চলেছেন তেমনটা আশা করতেই পারেন।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন।