বাংলাভূমি ডেস্ক ॥
আড়াই বছরেও নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি প্রণয়ন না হওয়ার অসন্তোষ প্রকাশ করেছেন আপিল বিভাগ।
সোমবার শুনানিতে অ্যাটর্নি জেনারেল বিধিমালা গেজেট আকারে প্রকাশে আরও সময় চাইলে আদালত বলেন, গত আড়াই বছরেও শৃঙ্খলাবিধি হয়নি, আড়াই হাজার বছরেও হয়নি।
পরে শৃঙ্খলাবিধি প্রণয়নে আরও এক সপ্তাহ সময় দেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা নেতৃত্বাধানী পাঁচ সদস্যের বেঞ্চ এ সময় মঞ্জুর করেন।
অসন্তোষ প্রকাশ করে আদালত বলেন, নিউ ইয়র্ক থেকে টোকিওর দূরত্ব কত? সুপ্রিম কোর্ট থেকে গণভবন এবং বঙ্গভবনের দূরত্ব তার চেয়েও বেশি।
জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, এক সপ্তাহ সময় দেন, এর মধ্যে হয়ে যাবে।
তখন আদালত বলেন, আপনার চাওয়া নেগেটিভ, আমাদের চাওয়া পজেটিভ। জাগোনিউজ