ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহ সদর উপজেলার কুমড়োবাড়ীয়া ইউনিয়নের লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানা শরাফত মন্ডলের বাড়ী ঘিরে রেখেছে পুলিশ।
সোমবার যে কোন সময় অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাড়িটি থেকে রোববার ৮টি বোমা, একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয়েছে শামীম হোসেন নামে একজনকে। গ্রেপ্তারকৃত শামীম হোসেন বাড়ীর মালিক মৃত শরাফত হোসেনের ছেলে।
খুলনা রেঞ্জ ডিআইজি জানান, রাতে মহেশপুরের বজরাপুরে ‘অপারেশন সাবটাইল স্পিল্ট’ শেষ হয়েছে। সোমবার সদর উপজেলার লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানায় আবারো অভিযান শুরু হবে।