বিনোদন ডেস্ক ॥
হত্যার হুমকি আকারে যারা ‘ফতোয়া’ দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। বার্তা সংস্থা আইএএনএস’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়, গত মাসে আজানে মাইক ব্যবহারের বিরুদ্ধে টুইট করে তীব্র বিতর্ক সৃষ্টি করেন সোনু নিগম। তিনি টিভি শো ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে বলেছেন, সৃষ্টিকর্তায় আমার পূর্ণ বিশ্বাস আছে। তিনি সর্বব্যাপী। সর্বত্র বিরাজমান। যখন কেউ একজন কারো চুল কেটে দেয়ার বা তাকে হত্যার হুমকি দিয়ে ফতোয়া দেয়, তা আমি মানসিকভাবে পছন্দ করি না। আমার মাথা কেটে নেয়ার জন্য একটি ফতোয়া দেয়া হয়েছে। সোনু নিগম আরো বলেন, আমার দৃষ্টিতে এ বিষয়ে সরকারকে অবশ্যই কিছু করা উচিত। আমরা একটি সভ্য ও গণতান্ত্রিক দেশে বাস করি। আমরা প্রজাতান্ত্রিক দেশের নাগরিক। কিভাবে আমরা ফতোয়ার মতো বিষয়কে অনুমোদন দিতে পারি? গো-রক্ষার (গরু রক্ষা) নামে যারা সহিংসতা করছে আমি তাদেরও বিরোধী। একেবারে বিরোধী। কোনো রকম গুন্ডাগিরি আমি পছন্দ করি না। দলবদ্ধ হয়ে ১২ জন মানুষ গিয়ে ধর্মের নামে একটি পরিবারকে হুমকি দিতে পারে না। এমন ঘটনা ভারতে হতে দেয়া উচিত নয়। সোনু নিগম বলেন, আমরা সবাই ভাল করছি। বর্তমান সময়ে আমরা সবাই ভাল কাজ করছি। আমার এ বিবৃতি কোন রাজনৈতিক বিবৃতি নয়। কিন্তু আমি বিশ্বাস করি, শুভ দিন আসছে। এ সময় তিনি রাজনীতিতে কোন আগ্রহ নেই বলে জানিয়েছেন। বলেছেন, কোন রাজনৈতিক দলের সঙ্গে তার কোন যোগাযোগ নেই।