আন্তর্জাতিক ডেস্ক ॥
জার্মানির হ্যানোভারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি বোমার হদিশ পাওয়ার পর তা বিস্ফোরণের আশঙ্কায় ওই এলাকা থেকে প্রায় ৫০,০০০ লোককে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার তাদেরকে সরে যেতে বলা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তাদেরকে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে বলা হয়েছে। এছাড়া বৈদ্যুুতিক লাইন ও গ্যাস বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেজ্ঞরা বলছেন, শহরের ১৩টি স্থানে অন্তত ৫টি অবিস্ফোরিত বোমা থাকতে পারে। জার্মানির ভাহরেনওলড, লিসট এবং নর্দসডট জেলার ভূগর্ভে বোমাগুলো রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়ার জন্য প্রায় ২৫০০ পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হ্যানোভারে বোমা বিস্ফোরণে প্রায় ১ হাজার মানুষ মারা যায়। এছাড়া ১৯৪৩ সালের ৯ অক্টোবর জার্মানিতে বোমা বিস্ফোরণে প্রায় ১২’শ লোক নিহত হয় এবং আড়াই লাখ মানুষ গৃহহীন হয়। প্রেসটিভিধী