চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দত্তনগর গ্রামের পাকা রাস্তা থেকে চুয়াডাঙ্গাগামী ১০টি ভারতীয় গরুসহ একটি টাটা ট্রাক (ঝিনাইদহ ট-১১-০৯১২) আটক করেছে বিজিবি। আজ রাত ২টার দিকে এগুলো আটক করা হয়। আটককৃত গরু ও ট্রাকের আনুমানিক মূল্য ৪৭ লক্ষ বিশ হাজার টাকা।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক, অতিরিক্ত পরিচালক মুহাম্মদ লুৎফুল কবির আজ বেলা ১২টার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আজ বৃহস্পতিবার রাত ২টার দিকে জীবননগর বিওপির টহল কমা-ার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয়ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর উপজেলার দত্তনগর গ্রাম থেকে জীবননগর-চুয়াডাঙ্গাগামী একটি টাটা ট্রাক আটক করে এবং উক্ত ট্রাক হতে ১০টি ভারতীয় গরু আটক করা হয় যার আনুমানিক মূল্য ৭ লক্ষ বিশ হাজার টাকা। আটককৃত গরু এবং ১টি টাটা ট্রাক এর সর্বমোট মূল্য ৪৭ লক্ষ ২০হাজার টাকা। আটককৃত গরু ও ট্রাক কাস্টমস অফিসে জমা করা হয়েছে।