বাংলাভূমি ডেস্ক ॥
ইউটিউবে হাইড্রফনিক পদ্ধতিতে মাটি ছাড়া ঘাস চাষের একটি ভিডিও দেখে উৎসাহি হয়ে গমবীজ দিয়ে ঘাস চাষ শুরু করে সফল নিয়াজ মেহমুদ খান। আগে যেখানে প্রতি গরুতে প্রতিদিন দুইশ টাকার খাবার লাগতো। সেখানে এখন হাইড্রফনিক পদ্ধতিতে খাবার চাষ করে খরচ হচ্ছে ১৩০ টাকা।
এই পদ্ধতিতে এক কেজি গমবীজ থেকে আট কেজি ঘাস উৎপাদন করছেন মেহমুদ খান। হাইড্রোফনিক পদ্ধতিতে খাবার উৎপাদন করলে পশুর খাবার খরচের পাশাপাশি রোগ ব্যাধিও কম হয়। অন্যেিদক গুরুর দুধের ঘনত্ব বাড়ে প্রায় ২০ শতাংশ।
‘কৃষক বাড়ি’ খামারের অংশীদার সিরাজুল ইষলাম বলেন, ‘আজ পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা কোন সহযোগিতা পাইনি। যদি সরকারি সহযোগিতা ও প্রযুক্তিগত সহযোগিতা পাওয়া যেতো তবে আমরা আরও সহজে আরও বেশি উৎপাদন করতে পারতাম’।
পাঁচ বিঘা জমিতে যে পরিমাণ ঘাস উৎপাদন হয় মাত্র তিনশ বর্গফুটের একটি টিনশেড ঘরে হাইড্রফনিক পদ্ধতিতে সেই পরিমাণ পশুখাদ্য উৎপাদন হয়। খুলনা বিভাগের প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক নিজাম উদ্দীন বলেন, ‘প্রযুক্তিটা ভবিষ্যতে খুবই জনপ্রিয় হবে। মানুষদের ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করছি’।
হাইড্রফনিক প্রযুক্তিতে ঘাস উৎপাদনের জন্য যে পরিমাণ বীজের প্রয়োজন তা খামারিদের জন্য সরকারিভাবে বরাদ্দ দেয়ার দাবি জানিয়েছন খামারিরা। সূত্র : ৭১ টিভি