বাংলাভূমি ডেস্ক ॥
ভারতের মুম্বাই, চেন্নাই ও হায়দ্রাবাদ বিমানবন্দরে ছিনতাইয়ের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্রের তরফ থেকে হুঁশিয়ারি পেয়ে রোববার (১৬ এপ্রিল) এ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
হুমকির তথ্য পাওয়ার পর শনিবারই (১৫ এপ্রিল) জরুরি বৈঠকে বসে বিমানবন্দর নিরাপত্তা সমন্বয় কমিটি। তারা হুমকির তথ্য খতিয়ে দেখতে একটি কমিটিকে দায়িত্ব দেয়। সে কমিটি ৩ এয়ারপোর্টে ছিনতাই সতর্কতা (হাইজ্যাক অ্যালার্ট) জারি রাখতে বলেছে।