বিনোদন ডেস্ক ॥
খুব শিগগিরই প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন যুবরাজ সিং-হ্যাজেল কিচ দম্পতি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোতে এমনটাই প্রকাশ করা হয়েছে। তবে এ বিষয় নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউ।
এ প্রসঙ্গে ‘বডিগার্ড’খ্যাত তারকা হ্যাজেল জানান, ‘দয়া করে এখনই এমন কোনো গুঞ্জন ছড়াবেন না। এটি যখন হওয়ার তখন ঠিকই হবে। ঠিক যেমনভাবে আমাদের বিয়ে হয়েছে। এটি সম্পূর্ণ নিয়তি।’
গত বছরের ৩০ নভেম্বর শিখ ও হিন্দু রীতি মেনে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতের ক্রিকেটার যুবরাজ সিং ও বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচ।