বিনোদন ডেস্ক ॥
আবারও আইনি ঝামেলায় জড়াতে চলেছেন বলিউডে অভিনতা সঞ্জয় দত্ত। সম্প্রতি তাঁর বিরুদ্ধে একটি মামলায় জামিন-অযোগ্য পরোয়ানা জারি হয়েছে। ধারণা করা হচ্ছে, পুরনো মামলায় আদালতে হাজিরা না দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এ এন আই।
অভিযোগে বলা হয়েছে, ২০০২ সালে নুরানির ‘জান কি বাজি’ ছবিতে অভিনয়ের জন্য ৫০ লক্ষ টাকা নিয়েও কাজ শেষ করেননি সঞ্জয়। মাত্র দুদিন শ্যুটিং করেছেন তিনি। নুরানির ক্ষতি পুষিয়ে দিতে তাঁকে ২ কোটি টাকা দেওয়ার কথা ছিল সঞ্জয়ের।
এ নিয়ে বেশ কিছুদিন ধরেই সঞ্জয়-নুরানির মধ্যে বিবাদ চলছে। সঞ্জয়ের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছিলেন নুরানি। ২০১৩ সালে নুরানির অভিযোগের ভিত্তিতে সঞ্জয়ের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছিল আন্ধেরির মেট্রপলিটন আদালত। তবে জামিন পেয়ে যান সঞ্জয়।
নুরানির অভিযোগের ভিত্তিতে ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (ইম্পা) সঞ্জয়কে ২ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু সঞ্জয় টাকা না দেওয়ায় মুম্বাই হাইকোর্টে যান নুরানি। এদিকে চলচ্চিত্র নির্মাতা শাকিল নুরানিকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে।
প্রসঙ্গত, ১৯৯৩ সালে বে আইনি অস্ত্র রাখার মামলায় ৩৬ মাস জেল খেটেছিলেন সঞ্জয় দত্ত। গত বছর ফেব্রুয়ারিতে তিনি জেল থেকে মুক্তি পান।